Logo
পডকাস্ট ভিডিও টেক-টক গ্রীন জেনারেশন কালচার & ট্রেন্ডস নিউজ এক্সট্রা
ABS.news is Under Development
We will back after:
-21
Days
-22
Hours
-58
Minutes
-2
Seconds

আমরা যেন চাঁদাবাজদের সহযোগী না হই

Super Admin | Published: Monday, July 28, 2025
আমরা যেন চাঁদাবাজদের সহযোগী না হই
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীম বলেছেন, ‘আমরা যেন আর চাঁদাবাজদের সহযোগী না হই, খুনিদের সহযোগী না হই, আয়নাঘরদের সহযোগী না হই, টাকা পাচারকারীদের সহযোগী না হই। বাংলার জমিনকে চাঁদাবাজমুক্ত ঘোষণা করতে হবে।’ গতকাল শনিবার বিকেলে খুলনার শিববাড়ী মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রেজাউল করীম বলেন, ‘৫ আগস্টের পরে এই দেশটা গঠন করার সুন্দর একটি পরিবেশ তৈরি হয়েছে। এখন এই সুযোগে যদি আমরা সদ্ব্যবহার করতে না পারি। তাহলে আমাদের গ্রামের একটা প্রবাদ বাক্য রয়েছে– যেই লাউ, সেই কদু। এখন সেই লাউ-কদু কি দেখতে চাই?’ চরমোনাই পীর বলেন, ‘৫ আগস্টের আগে শেখ হাসিনা বুঝতেও পারেনি দেশ ছেড়ে পালাতে হবে। আমি চাঁদাবাজ, খুনি ও স্বার্থান্বেষী মহলকে স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশের মানুষ, দেশপ্রেমিক মানুষ আজ সর্বত্র ঐক্যবদ্ধ হয়েছে। তাদের তোড়ে, তাদের আওয়াজে আজ এ চাঁদাবাজ, খুনি, টাকা পাচারকারীদের বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে।’ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির হাফেজ অধ্যক্ষ আব্দুল আউয়াল, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ইসলামী আন্দোলনের মহাসচিব হাফেজ অধ্যক্ষ ইউনুছ আহমাদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মুফতি মোস্তফা কামাল, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মাওলানা শুয়াইব হোসেন ও খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান। সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ। সমাবেশ পরিচালনা করেন নগর সহসভাপতি শেখ মো. নাসির উদ্দিন, জেলা সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিব ও মহানগর সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন। সমাবেশ শেষে খুলনার ছয়টি আসনে ইসলামী আন্দোলনের হাতপাখা মার্কার প্রার্থী ঘোষণা করেন চরমোনাই পীর। প্রার্থীরা হলেন– খুলনা-১ আসনে আবু সাঈদ, খুলনা-২ আসনে মুফতি আমান উল্লাহ, খুলনা-৩ আসনে হাফেজ আবদুল আউয়াল, খুলনা-৪ আসনে অধ্যক্ষ ইউনুস আহমেদ, খুলনা-৫ আসনে আবদুস সালাম, খুলনা-৬ আসনে আসাদুল্লাহিল গালিব। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা মহানগর জামায়াতের আমির মাহফুজুর রহমান ও সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন হেলাল, খুলনা জেলা জামায়াতের আমির মাওলানা ইমরান হোসাইন ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, এবি (আমার বাংলাদেশ) পার্টির সদস্য সচিব আকতার হোসেন, গণঅধিকার পরিষদের মহানগর সভাপতি মো. বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক মো. রাশিদুল ইসলাম ও এনসিপির সংগঠক আহমেদ হামীম রাহাত।
Leaving absnews Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

মোস্ট পপুলার

সাবস্ক্রাইব টু নিউজলেটার

আমার এলাকার খবর

Weather Outlook

Clear

Dhaka, Bangladesh

Wind: 8.3 kmph · Precip: 0 mm · Pressure: 1015 mb

21.2°C

Thu

21.8°C

Fri

21.9°C

Sat

22.4°C

রাজনীতি নিয়ে আরও পড়ুন