ABS.news is Under Development
We will back after:
-22
Days
-22
Hours
-49
Minutes
-38
Seconds
আর্থিক খাতে সংস্কারে অনেক বাধা: অর্থ উপদেষ্টা
Super Admin
| Published: Saturday, July 26, 2025
‘আর্থিক খাতের সংস্কারে অনেক বাধা ও জটিলতা আছে। তারপরও সরকার নিজ উদ্যোগে তা বাস্তবায়নে কাজ করছে। অনেকে মনে করছেন, শুধু বিশ্বব্যাংক ও আইএমএফের চাপেই আর্থিক খাত সংস্কার হচ্ছে। বাস্তবে এমনটা না। সরকারের নিজস্ব উদ্যোগেও সংস্কার হচ্ছে। তবে তারা (আইএমএফ) ভালো পদক্ষেপ নিলে আমরা কেন তা নেব না।’ বুধবার হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত ‘অডিট অ্যান্ড অ্যাকাউন্টিং সামিট’-এ প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এ কথা বলেন। সম্মেলনে প্রবন্ধ উপস্থাপন করেন ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া।
অর্থ উপদেষ্টা বলেন, স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতে অডিটিং-অ্যাকাউন্টি বড় বিষয়। তবে যারা এসব কাজে জড়িত তাদের স্বচ্ছতা ও সততা সবার আগে। অনেক প্রতিষ্ঠান কাগজপত্র জমা দেয়, যার বেশিরভাগই মানসম্পন্ন না।
তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অডিট কার্যক্রম জোরদার করা প্রয়োজন। এনবিআরের ক্ষেত্রে অডিট করা খুবই জরুরি। এনবিআরের মতে, প্রতি ১০০ জনের ৭০ জনই জিরো (শূন্য) ট্যাক্স দেন, এটা অবিশ্বাস্য। এ ৭০ জনের হিসাব দেখা উচিত। যারা অডিট করেন, তাদের আগে নিজেদের স্বচ্ছ হতে হবে। শুধু হিসাবের যোগ-বিয়োগ নয়, চোখ-কান খোলা রেখে অন্তর্দৃষ্টি দিয়ে ঝুঁকির জায়গাগুলো খুঁজে বের করতে হবে।
দেশের অধিকাংশ ব্যাংকের অডিট রিপোর্টে গরমিল পাওয়া যাচ্ছে, এমন মন্তব্য করে সামিটে ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, দেশের অধিকাংশ ব্যাংকের অডিট রিপোর্টে ভুল তথ্য পাওয়া যাচ্ছে। একটি ব্যাংক দাবি করেছে, তাদের খেলাপি ঋণের হার ৪ শতাংশ, কিন্তু আমাদের অডিটে দেখা গেছে সেটি ৯৬ শতাংশ। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতে হলে অডিট রিপোর্টে স্বচ্ছতা ও সঠিক তথ্য থাকা জরুরি। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক যৌথভাবে কাজ করবে।
অডিটরদের সৎ থাকার পরামর্শ দিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন বলেন, বর্তমানে যদি অডিট রিপোর্ট দেখে বিচার করি, তাহলে একজন সৎ অডিটর খুঁজে পাওয়া কঠিন হবে। আইএফআইসি ব্যাংকে বড় ধরনের অনিয়ম হয়েছে। সালমান এফ রহমান এক অডিটরের সহায়তায় একটি কাগুজে কোম্পানির ভুয়া তথ্য দেখিয়ে অর্থ আত্মসাৎ করেছেন।
তিনি বলেন, গত সরকারের আমলে ব্যাংক খাতে একের পর এক আর্থিক অনিয়ম ঘটেছে। বাংলাদেশ ব্যাংক এসব অনিয়ম আড়াল করতে সহযোগী কয়েকটি শীর্ষস্থানীয় অডিট ফার্মকে চিহ্নিত করেছে। এটি প্রশংসনীয় হলেও তাদের বিরুদ্ধে এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
মন্তব্য করুন
কমেন্ট করতে লগ ইন করুন
Leaving absnews
Your about to visit the following url
Invalid URL
Loading...
Comments
Comment created.
মোস্ট পপুলার
সাবস্ক্রাইব টু নিউজলেটার
আমার এলাকার খবর
সর্বশেষ প্রকাশিত
Weather Outlook
Clear
Dhaka, Bangladesh
Wind: 11.9 kmph · Precip: 0 mm · Pressure: 1015 mb
20.2°C
Wed
21.9°C
Thu
21.7°C
Fri
22°C