Logo
পডকাস্ট ভিডিও টেক-টক গ্রীন জেনারেশন কালচার & ট্রেন্ডস নিউজ এক্সট্রা
ABS.news is Under Development
We will back after:
-21
Days
-23
Hours
-59
Minutes
-27
Seconds

বেসরকারি স্বাস্থ্যখাতের উন্নয়নের অঙ্গীকার মহিউদ্দিন-মুকিত পরিষদের

Super Admin | Published: Monday, July 28, 2025
বেসরকারি স্বাস্থ্যখাতের উন্নয়নের অঙ্গীকার মহিউদ্দিন-মুকিত পরিষদের
বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) ২০২৫-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে জোর প্রচারণা চালাচ্ছে মহিউদ্দিন-মুকিত পরিষদ। বৈষম্যবিরোধী বিপ্লবত্তোর বাংলাদেশে দিন বদলের অঙ্গীকার নিয়ে তারা বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজ মালিকদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় এবং ভোট প্রার্থনা করছেন। একইসঙ্গে বেসরকারি মেডিকেল কলেজের স্বার্থ সংশ্লিষ্ট নানা অঙ্গীকার ব্যক্ত করছেন। প্রচারণা ও গণসংযোগের অংশ হিসেবে মহিউদ্দিন-মুকিত পরিষদের সদস্যরা দেশের বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে নির্বাচনী মতবিনিময় করছেন। আগামী ১৬ জুলাই অনুষ্ঠেয় বিপিএমসিএ’র কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ১১০ সদস্য ভোট দিয়ে ২১ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি নির্বাচন করবেন। এই নির্বাচনে মহিউদ্দিন-মুকিত পরিষদসহ মোট দুটি প্যানেল অংশ নিয়েছে। মহিউদ্দিন-মুকিত পরিষদ থেকে সভাপতি পদে ঢাকার আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের ডা. শেখ মহিউদ্দীন এবং সাধারণ সম্পাদক পদে সিরাজগঞ্জের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের অধ্যাপক ডা. এম. এ. মুকিত প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে আফরোজা-মোয়াজ্জেম প্যানেল থেকে মুন্নু মেডিকেল কলেজের চেয়ারম্যান আফরোজা খানম রিতা সভাপতি পদে এবং ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মোয়াজ্জেম হোসেন সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই পরিষদ থেকে সহ-সভাপতি পদে আজগর আলী মেডিকেল কলেজের মো. হাসান, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের মো. আব্দুল জলিল, সিলেট ওমেন্স মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. ওয়েছ আহমদ চৌধুরী, কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. সফিকুর রহমান পাটোয়ারী এবং বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজের সাফিনা আক্তার। যুগ্ম সম্পাদক পদে বরিশাল সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. জহুরুল হক, মার্কস মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. ইকবাল মাসুদ, ঢাকার ইউনাইটেড মেডিকেল কলেজের নিজামউদ্দিন হাসান রশিদ এবং ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মোহাম্মদ ওমর শরীফ ইবনে হাসান। অর্থ সম্পাদক পদে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক পদে ঢাকার বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজের ডা. মুহাম্মদ আব্দুস সবুর প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (বৃহত্তর চট্রগ্রাম বিভাগ) পদে চট্রগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন (সবুজ), বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (বৃহত্তর রাজশাহী বিভাগ) পদে সিরাজগঞ্জের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের মো. আরমান আলী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (বৃহত্তর সিলেট বিভাগ) সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজের অধ্যাপক ডা. সৈয়দ মূসা এম এ কাইয়ুম, আইন বিষয়ক সম্পাদক পদে যশোর আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের ডা. মো. এমদাদুল হক, শিক্ষা, সাংস্কৃতি ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে খুলনার আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজের ডা. মাহফুজা জেসমিন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে সিলেট ওমেন্স মেডিকেল কলেজের মো. ফখরুল ইসলাম, আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের শাহীনা আখতার এবং চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ডা. এ টি এম রেজাউল করিম। বিপিএমসিএ’র কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে একটি, সাধারণ সম্পাদক পদে একটি, সহ-সভাপতি পদে পাঁচটি, যুগ্ম-সম্পাদক পদে চারটি, অর্থ সম্পাদক পদে একটি, সাংগঠনিক সম্পাদক পদে একটি, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদে তিনটি, আইন বিষয়ক সম্পাদক পদে একটি, শিক্ষা, সাংস্কৃতি ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে একটি এবং কার্যনির্বাহী সদস্য পদে তিনটি পদ-সহ মোট ২১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনার জন্য ডা. মো. মঈনুল আহসানের নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন বোর্ড গঠন করা হয়েছে। নির্বাচনে মহিউদ্দিন-মুকিত পরিষদ বেসরকারি মেডিকেল কলেজের স্বার্থ সংশ্লিষ্ট নানা অঙ্গীকার ব্যক্ত করেছেন। তার মধ্যে অন্যতম হলো মেডিকেলে শিক্ষার্থী ভর্তিতে অটোমোশন বাতিল, শিক্ষার্থী ভর্তির জন্য সরকার কর্তৃক নির্ধারিত ফি কিস্তিতে প্রদানের ব্যবস্থা বিলুপ্তকরণ, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের একক সমন্বিত পরিদর্শন ব্যবস্থা চালুকরণ, মেডিকেল কলেজ পরিচালনা পর্ষদে নিয়ন্ত্রকারী সংস্থাসমূহের অন্তর্ভুক্তি বাতিল, বেসরকারি মেডিকেল কলেজের নূন্যতম আসন সংখ্যা ১০০টি করা এবং বৈদেশিক মুদ্রা উর্পাজনকারী বেসরকারি মেডিকেল কলেজকে সরকারি প্রণোদনা প্রদান করতে হবে। মহিউদ্দিন-মুকিত পরিষদের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ডা. মুহাম্মদ আব্দুস সবুর বলেন, বৈষম্যবিরোধী জুলাই ২০২৪ বিপ্লবত্তোর বাংলাদেশে পরিবর্তনের যে সুযোগ সৃষ্টি হয়েছে, সেটিকে কাজে লাগিয়ে বাংলাদেশে বেসরকারি মেডিকেল কলেজ সমূহের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করে মানসম্মত মেডিকেল শিক্ষা ও স্বাস্থ্য সেবা প্রদানের বিপুল সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব। এজন্য প্রয়োজন সঠিক নেতৃত্বের পেছনে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা। তিনি বলেন, মহিউদ্দিন-মুকিত পরিষদ জয় লাভ করলে এমন বাস্তবতার প্রতিফলন ঘটবে বলে আমরা আশা করছি। একইসঙ্গে বেসরকারি মেডিকেল কলেজের স্বার্থ সংশ্লিষ্ট সব অঙ্গীকার বাস্তবায়িত হবে।
Leaving absnews Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

মোস্ট পপুলার

সাবস্ক্রাইব টু নিউজলেটার

আমার এলাকার খবর

Weather Outlook

Clear

Dhaka, Bangladesh

Wind: 10.1 kmph · Precip: 0 mm · Pressure: 1014 mb

21.7°C

Thu

21.8°C

Fri

21.9°C

Sat

22.4°C

স্বাস্থ্য নিয়ে আরও পড়ুন