ABS.news is Under Development
We will back after:
-21
Days
-23
Hours
-60
Minutes
-43
Seconds
চ্যাটবট থেকে তথ্য প্রকাশের অভিযোগ
Super Admin
| Published: Monday, July 28, 2025
কিছুদিন ধরে চ্যাটবট থেকে ব্যক্তিগত তথ্য বেহাতের অভিযোগ সামনে আসছে। ওপেনএআই উদ্ভাবিত চ্যাটজিপিটির বিরুদ্ধে এমন অভিযোগ আগেও ছিল। ইতোমধ্যে নিবন্ধিতদের তথ্য ফাঁস হওয়ার কয়েকটি ঘটনা স্বীকার করেছে কর্তৃপক্ষ।
কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা নিতে বহু প্রযুক্তি উৎসাহীর প্রায় সব ধরনের চাহিদা পূরণ করছে চ্যাটবট। কিন্তু সেখানে গিয়ে যেসব ব্যক্তিগত তথ্য দেওয়া হচ্ছে, তা কিন্তু হ্যাকার চক্রের নজর এড়িয়ে যাচ্ছে না। নিরাপত্তার প্রশ্নে আদতে ঠিক কী করছে ওপেনএআই, তা নিয়ে প্রশ্ন উঠছে। ছবি সম্পাদনা থেকে শুরু করে কোডিং– সবকিছুতে মানুষ চ্যাটবটের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। ঠিক যে কারণে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে রয়েছে চ্যাটবট। উল্লেখ্য, ২০২৩ সালে সাড়া জাগানো প্রযুক্তি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল উন্মুক্ত হয়। খবরে প্রকাশ, চ্যাটজিপিটি নিবন্ধিত ব্যক্তির তথ্য অর্থের বিনিময়ে বিপণন করছে।
ব্যক্তিগত কথোপকথনে তথ্য ফাঁস হওয়ার স্ক্রিনশট ভাইরাল হলে বিষয়টি সবার নজরে আসে। ঠিক তার পর থেকেই বহু অভিযোগ করেছে অনেকে। কিছু সুনির্দিষ্ট তথ্য ফাঁস হওয়ার ঘটনা স্বীকার করেছে ওপেনএআই। সংস্থার নিরাপত্তা ও জালিয়াতি শনাক্ত বিভাগ অভিযোগ নিয়ে তদন্ত করেছে।
ব্যক্তিগত কথোপকথন ও ফাইল ফাঁস হয়েছে নিবন্ধিত গ্রাহকের। জানা গেছে, ব্যক্তিগত কথোপকথন ফাঁস হলে কর্তৃপক্ষ দায় এড়িয়ে যেতে পারে না। যার মধ্যে বহু ধরনের সংবেদনশীল তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। ওষুধ সংস্থার তথ্য আছে। সংস্থাটি অভিযোগ তুলেছে তাদের লগইন, অ্যাপ ও স্টোর নম্বরের তথ্য ফাঁস হয়েছে। আরেকটি সংস্থার কথোপকথন ফাঁস হয়েছে। যার মধ্যে অপ্রকাশিত গবেষণার তথ্য রয়েছে। সবশেষ চ্যাট টাইটেল ফাঁস হওয়ার খবর সামনে আসে। তাই গ্রাহককে চ্যাটবট ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। অভিযোগের কয়েকটি ঘটনা জিপিটির সুরক্ষা ত্রুটিকে প্রশ্নবিদ্ধ করেছে। যেমন–
টু-ফ্যাক্টর অথেন্টিকেশন না থাকা বা সবশেষ লগইন তথ্য দৃশ্যমান না হওয়া। ফলে সময়ের সবচেয়ে আধুনিক প্রযুক্তিবিদ্যার চূড়ান্ত সুফল পেতে গ্রাহক এখন দুশ্চিন্তায় ভুগছেন। জিপিটিতে নিত্যনতুন ফিচার যুক্ত হচ্ছে, যা নিবন্ধিতদের কাজ প্রতিনিয়ত সহজ করছে। নিরাপত্তার প্রশ্নে আলোচিত ফিচার হলো জিপিটি মেনশন্স। যার মাধ্যমে নিবন্ধিতরা নিজস্ব কাস্টম জিপিটি তৈরি করার সুবিধা পাবেন। অর্থাৎ নিজের জন্য চ্যাটবট তৈরি সহজবোধ্য হয়েছে।
মন্তব্য করুন
কমেন্ট করতে লগ ইন করুন
Leaving absnews
Your about to visit the following url
Invalid URL
Loading...
Comments
Comment created.
মোস্ট পপুলার
সাবস্ক্রাইব টু নিউজলেটার
আমার এলাকার খবর
সর্বশেষ প্রকাশিত
Weather Outlook
Clear
Dhaka, Bangladesh
Wind: 10.1 kmph · Precip: 0 mm · Pressure: 1014 mb
21.7°C
Thu
21.8°C
Fri
21.9°C
Sat
22.4°C