ABS.news is Under Development
We will back after:
-22
Days
-22
Hours
-49
Minutes
-41
Seconds
এক মোশাররফ করিমের ‘নিয়ন্ত্রণে’ ৮ নায়িকা
Super Admin
| Published: Saturday, July 26, 2025
ঈদসহ যে কোনো উৎসবেই শোবিজ অঙ্গন থাকে সরগরম। শুরু হয় শিল্পীদের ব্যস্ততা। দর্শকরাও অপেক্ষায় থাকেন প্রিয় তারকার কাজের জন্য। নতুন সব টিভি নাটক, ওটিটি কনটেন্ট, গান ও সিনেমা মুক্তি পায় উৎসবে। তবে বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম সিনেমা। তাই ঈদের সিনেমা নিয়ে আওয়াজ একটু বেশিই হয়।
তবে আলোচনার বাইরে নয় ওটিটি কনটেন্টও। সিনেমার পরই পেইড ভার্সনের ওটিটি কনটেন্টগুলোর দিকেও নজর থাকে দর্শকদের। এবারও তার ব্যতিক্রম নয়। এ ঈদেও ভিন্ন ভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে নতুন সব কনটেন্ট। তবে ঈদে অন্যদের থেকে ওটিটিতে আলোচনায় এগিয়ে রয়েছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। একটি কনটেন্টে শুধু তার বিপরীতেই অভিনয় করছেন আট নায়িকা। ঈদের এসব কনটেন্ট নিয়েই বিস্তারিত রয়েছে প্রতিবেদনে।
বোহেমিয়ান ঘোড়া: ঈদ উপলক্ষ্যে ৫ জুন ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পাবে ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’। এটি পরিচালনা করেছেন অমিতাভ রেজা। অভিনয় করেছেন মোশাররফ করিম। ‘মহানগর’-এর ওসি হারুন থেকে ‘মোবারকনামা’র মোবারকসহ অসংখ্য চরিত্র দিয়ে ওটিটির দর্শকের মনে তিনি দাগ কেটেছেন।
এবার তিনি হাজির হচ্ছেন আব্বাস হয়ে। যিনি পেশায় একজন ট্রাক ড্রাইভার। ২২ মে সিরিজের ট্রেলার প্রকাশ হয়। ২ মিনিটের ট্রেলারে দেখা যায়, ট্রাক ড্রাইভার আব্বাস নানা জেলায় নানা পরিস্থিতিতে পড়ে সাতটা বিয়ে করেছে। প্রতিটি স্ত্রীর জীবনেই আব্বাস এক এক রকম মানুষ। কোনো বউই একে অপরের ব্যাপারে জানে না। ঘটনাচক্রে ৮ নম্বর বিয়ে করার পরই আব্বাসের জীবনে নেমে আসে দুর্যোগের ঘনঘটা। সেই পরিস্থিতি নিয়েই তৈরি হয়েছে সিরিজটি।
এতে মোশাররফ করিমের (আব্বাস) আট বউয়ের চরিত্রে অভিনয় করেছেন রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, তানজিকা আমিন, রোবেনা রেজা জুঁই, ফারহানা হামিদ, অদিতি এবং বৃষ্টি।
সিরিজটি নিয়ে মোশাররফ করিম বলেন, ‘আমরা আমাদের কাজটুকু করেছি। এখন অপেক্ষা দর্শকের কাছে পৌঁছানোর। এখন পর্যন্ত এটি নিয়ে দর্শকদের আগ্রহ দেখতে পেয়েছি। আশা করি সবার ভালো লাগবে।’
বোহেমিয়ান ঘোড়ায় মোশাররফ করিমের বউ আজমেরী চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। যিনি পেশায় একজন নারী মৌয়াল। নিজের করা চরিত্রটি নিয়ে এ অভিনেত্রী বলেন, ‘সুন্দরবনের ভেতরে গিয়ে কিছু মানুষ মধু সংগ্রহ করেন। এটাই তাদের নেশা ও পেশা। আমার কাজটিও তাই। এরকম একটি চরিত্রে অভিনয় করা বেশ কঠিন ও চ্যালেঞ্জিং ছিল। নতুন গল্প ও চরিত্রের সঙ্গে মিশে দারুণ অভিজ্ঞতা হয়েছে।’
এবারের ঈদে ওটিটিতে আরও যা থাকছে
হাইড এন সিক : নাটক ও ওটিটির জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। এবার ঈদে একাধিক নাটকের পাশাপাশি ওটিটিতেও থাকছেন তিনি। দীপ্ত প্লে-তে মুক্তি পাবে তিশা অভিনীত থ্রিলারধর্মী ওয়েব ফিল্ম ‘হাইড এন সিক’। আহমেদ খান হীরকের গল্প ও চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। বিয়ের ঘোষণা এবং এক তরুণীর আত্মহত্যার চেষ্টা থেকে শুরু এ ওয়েব ফিল্মের গল্প। সিনেমার গল্প যত এগোতে থাকে, ঘন হয় রহস্য। তাতে উঠে আসে গ্ল্যামার জগতের রঙিন আলোর আড়ালে লুকিয়ে থাকা অন্ধকারের নানা দিক।
এতে আরও অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি, চমক, জিয়াউল রোশান, ইন্তেখাব দিনার, দীপা খন্দকারসহ অনেকে। পরিচালক বলেন, ‘থ্রিলারধর্মী এ গল্পে এমন একটি বিষয়ের অবতারণা করা হয়েছে, যা আমাদের সমাজে ঘটলেও থাকে অপ্রকাশিত। কিন্তু আমরা এখন এই ট্যাবু ভাঙতে চাই।’
তানজিন তিশা বলেন, ‘এর গল্প অনেক সুন্দর। তাই কাজটি করা। আশাকরি দর্শক পছন্দ করবেন।’
এদিকে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন ঈদুল আজহা উপলক্ষ্যে নিয়ে আসছে পাঁচটি কনটেন্ট। সেগুলো হচ্ছে ওয়েব ফিল্ম ‘নীলপদ্ম’, ওয়েব সিরিজ পাপ কাহিনি, ওয়েব সিরিজ ‘জল রঙ’, সিনেমা ‘জলে জ্বলে তারা’ ও ওয়েব ফিল্ম ‘পার্টি’।
নীলপদ্ম: ৭ জুন আইস্ক্রিনে মুক্তি পাবে ওয়েব ফিল্ম ‘নীলপদ্ম’। তৌফিক এলাহি পরিচালিত এ ফিল্মের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রুনা খান ও রাশেদ মামুন অপু। দৌলতদিয়ার যৌন কর্মীদের জীবন, সামাজিক পরিচয় ও অধিকারের গল্প নিয়ে নির্মিত হয়েছে এটি। নিউইয়র্কে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল এ সিনেমার। চলতি বছর ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালেও প্রদর্শিত হয় এটি।
জলে জ্বলে তারা : চলতি বছরের ভালোবাসা দিবসে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমা ‘জলে জ্বলে তারা’। এটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন রাফিয়াত রশিদ মিথিলা। এবার এটি ৮ জুন আইস্ক্রিনে মুক্তি পাবে। গত রোজার ঈদেও মুক্তি পেয়েছিল মিথিলা অভিনীত ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন-২’। এ ঈদেও তিনি থাকছেন।
প্রতিটি ওয়েব কনটেন্টে অভিনেত্রী নিজেকে ভিন্ন রূপে আবির্ভূত করছেন। মিথিলা বলেন, ‘সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর যারা দেখেছিলেন তারা বেশ প্রশংসা করেছেন। আশা করি ওটিটিতেও দর্শক উপভোগ করবেন।’
এতে মিথিলার সহশিল্পী হিসাবে রয়েছেন এফ এস নাঈম। এ সিনেমায় জন্য নিজেকে ভেঙে নতুন করে গড়েছেন তিনি। এতে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফজলুর রহমান বাবু, মোস্তাফিজ নূর ইমরান, মুনিরা মিঠু প্রমুখ। এদিকে একই দিনে এ প্ল্যাটফর্মে মুক্তি পাবে আরও একটি ওয়েব সিরিজ। এটির নাম ‘জল রঙ’।
পাপ কাহিনি: রুনা খান অভিনীত ওয়েব সিরিজ ‘পাপ কাহিনি’ ৯ জুন মুক্তি পাবে আইস্ক্রিনে। এটি পরিচালনা করেছেন শাহরিয়ার নাজিম জয়। পাশাপাশি তিনি অভিনয়ও করেছেন।
এ প্রসঙ্গে জয় বলেন, ‘ওয়েব কনটেন্ট নিয়ে আমাদের দেশে সবার মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। কারণ, সিনেমা নাটকে যেসব গল্প বলা যায় না, সেগুলো ওয়েবে মুক্তি দেওয়া যায়। আমি কনফিডেন্ট, আমার এই ওয়েব সিরিজ দর্শক দেখলে পছন্দ করবেন। এটি সুন্দর গল্পে সবার সু-অভিনীত একটি কনটেন্ট।’ এ প্রসঙ্গে রুনা খান বলেন, ‘স্বামী স্ত্রীর প্রেম ও বিশ্বাসঘাতকতার গল্প নিয়ে এ ওয়েব সিরিজ। আশা করি দর্শকদের ভালো লাগবে।’
পার্টি : ডার্ক কমেডি থ্রিলার ঘরানার গল্পে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘পার্টি’। এটি রচনা ও পরিচালনা করেছেন রিয়াদ মাহমুদ। কুরবানির ঈদের জন্য নির্মিত এ ওয়েব ফিল্মটি ১ জুন মুক্তি পেয়েছে আইস্ক্রিনে।
এ প্রসঙ্গে নির্মাতা রিয়াদ মাহমুদ বলেন, ‘এটি একটি তারুণ্যনির্ভর থ্রিলার কমেডি ঘরানার গল্প। পার্টিতে ঘটতে থাকা অপ্রত্যাশিত ঘটনাগুলোই ডার্ক কমেডি জার্নিতে দেখানো হয়েছে। গল্পে অনেক টুইস্ট আছে, যা দর্শকদের ধরে রাখবে।’ এতে অভিনয় করেছেন জুনায়েদ বোগদাদী, লামীমা লাম, শরীফ সিরাজ, সাদ নাওভি, দস্তগীর শান, আবদুল্লাহ সেন্টু, আলমগীর হোসেন, বাঁধন খান, ফারুক আহমেদ প্রমুখ।
মন্তব্য করুন
কমেন্ট করতে লগ ইন করুন
Leaving absnews
Your about to visit the following url
Invalid URL
Loading...
Comments
Comment created.
মোস্ট পপুলার
সাবস্ক্রাইব টু নিউজলেটার
আমার এলাকার খবর
সর্বশেষ প্রকাশিত
Weather Outlook
Clear
Dhaka, Bangladesh
Wind: 11.9 kmph · Precip: 0 mm · Pressure: 1015 mb
20.2°C
Wed
21.9°C
Thu
21.7°C
Fri
22°C