Logo
পডকাস্ট ভিডিও টেক-টক গ্রীন জেনারেশন কালচার & ট্রেন্ডস নিউজ এক্সট্রা
ABS.news is Under Development
We will back after:
-21
Days
-22
Hours
-59
Minutes
-50
Seconds

জুলাইযোদ্ধাদের ঐক্যে ফাটল ধরায় ফ্যাসিবাদ মাথাচাড়া দিচ্ছে

Super Admin | Published: Saturday, July 26, 2025
জুলাইযোদ্ধাদের ঐক্যে ফাটল ধরায় ফ্যাসিবাদ মাথাচাড়া দিচ্ছে
জুলাইযোদ্ধাদের ঐক্যে ফাটল ধরায় ফ্যাসিবাদ আবার মাথা উঁচু করছে বলে মন্তব্য করেছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, বাংলাদেশে শেখ হাসিনার ফ্যাসিজম ভারত নিয়ন্ত্রিত ও সমর্থিত ছিল। তারা আবার এ দেশে আরেকটা ফ্যাসিস্ট সরকার নিয়ে আসার চেষ্টা করবে। যে সরকার প্রতিবেশী দেশের স্বার্থরক্ষা করবে। তাদের ব্যাপারে আমাদের খুব সতর্ক থাকতে হবে। বৃহস্পতিবার বিকালে রাজধানীর বাড্ডার সাতারকুলে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে ‘জুলাই স্মৃতিচারণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘প্রতিবাদ, প্রত্যয় ও পুনর্জাগরণের গল্প শুনি একসঙ্গে’ স্লোগানে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল প্রতিবাদী সংগীত, আলোচনা সভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক পরিবেশনা। মাহমুদুর রহমান বলেন, ফ্যাসিবাদী শক্তির মাথাচাড়া এবং দেশের স্বাধীনতাকে দিল্লির কাছে বিসর্জন না দেওয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত থাকলে আর কোনোদিন তাদের প্রত্যাবর্তন হবে না। যাদের সহযোগিতায় দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়েছিল, তাদের অন্যতম সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার অপকর্মের ইতিহাস বলতে গেলে ঘণ্টাখানেক লাগবে। তবে একে একে নিশ্চয় সব অপকর্মের তথ্য বেরিয়ে আসবে। আমার দেশে আগেও আমরা তার অপকর্ম সম্পর্কে লিখেছি। আরো নানা খবর প্রকাশ হবে। দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য তার সর্বোচ্চ সাজা হওয়া উচিত। আমার দেশ সম্পাদক বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদ তৈরির জন্য দেশে যে অ্যালিমেন্টগুলো ছিল, তাদের আমরা মোটামুটি চিনি। দেশের বাইরে থেকে এ ফ্যাসিবাদ তৈরি ও টিকিয়ে রাখার জন্য সব করেছিল হেজেমনি ইন্ডিয়া। এটা আধিপত্যবাদী দেশটির প্রকল্প ছিল। তা যেন কখনই ভুলে না যাই। এ মহান জুলাই বিপ্লবে যারা শহীদ এবং আহত হয়েছে, যারা লড়াই করেছে, তারা কেবল অভ্যন্তরীণ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেনি, এ লড়াই ছিল আন্তর্জাতিক লড়াই। কাজেই এ লড়াই দক্ষিণ এশিয়ার সবচেয়ে ফ্যাসিস্ট, হেজেমনি শক্তি ভারতের বিরুদ্ধেও বিপ্লব ছিল। এ কারণেই জুলাই বিপ্লবের শুধু আমাদের দেশেই ভ্যালু নয়, আন্তর্জাতিকভাবেও এ বিপ্লবের একটি ন্যারেটিভ আছে। মাহমুদুর রহমান বলেন, দুর্ভাগ্য হচ্ছে জুলাইযোদ্ধাদের ঐক্যে ফাটল ধরতে শুরু করেছে। যে কারণে ফ্যাসিবাদ আবার মাথা উঁচু করতে শুরু করেছে। আজকে জুলাইযোদ্ধারা একে অপরের বিরুদ্ধে ময়দানে নেমে গেছি। রাজনীতির উদ্দেশ্য অবশ্যই ক্ষমতায় যাওয়া। এরপরও কিছু বিষয়ে একমত থাকতে হবে। তার মধ্যে প্রথমত হলো, বাংলাদেশে আমরা আর কোনো ফ্যাসিবাদী শক্তিকে মাথা উঁচু করে দাঁড়াতে দেব না। দ্বিতীয়ত, বাংলাদেশের স্বাধীনতা আর কখনো দিল্লির কাছে বিসর্জন হতে দেব না। এ দুটো বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে পারলে আমি আশাবাদী, বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিবাদের প্রত্যাবর্তন হবে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রশিদুল ইসলাম রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন রাজনৈতিক বিশ্লেষক ড. ফয়জুল হক, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সভাপতি বিন ইয়ামিন মোল্লা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গোলাম রব্বানি, ফেস দ্য পিপল সম্পাদক সাইফুর সাগর, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ প্রমুখ।
Leaving absnews Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

মোস্ট পপুলার

সাবস্ক্রাইব টু নিউজলেটার

আমার এলাকার খবর

Weather Outlook

Clear

Dhaka, Bangladesh

Wind: 8.3 kmph · Precip: 0 mm · Pressure: 1015 mb

21.2°C

Thu

21.8°C

Fri

21.9°C

Sat

22.4°C

জাতীয় নিয়ে আরও পড়ুন