Logo
পডকাস্ট ভিডিও টেক-টক গ্রীন জেনারেশন কালচার & ট্রেন্ডস নিউজ এক্সট্রা
ABS.news is Under Development
We will back after:
-22
Days
-22
Hours
-50
Minutes
-57
Seconds

মাইলস্টোন দুর্ঘটনায় বুবলী, ইমরান, আরশ ও বাঁধনের মানবিক সিদ্ধান্ত

Super Admin | Published: Saturday, July 26, 2025
মাইলস্টোন দুর্ঘটনায় বুবলী, ইমরান, আরশ ও বাঁধনের মানবিক সিদ্ধান্ত
মাইলস্টোন ট্র্যাজেডিতে এখনো শোকে বিহ্বল দেশের মানুষ। সর্বত্রই চলছে আলোচনা। কেন হলো, কীভাবে ঘটল এত বড় দুর্ঘটনা। এর জন্য দায়ী কে? এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। থেমে নেই বিনোদন জগতও। এ জগতের বাসিন্দারাও কেউ করছেন রাষ্ট্রের সমালোচনা, কেউ দুষছেন পাইলটকে, কেউবা স্কুল কর্তৃপক্ষকে। তবে এসবের মধ্যে কেউ কেউ নিজেদের মুক্তি প্রতীক্ষিত কাজ পিছিয়ে দিয়ে জানিয়েছেন মৃত ও আহত শিশু এবং তাদের পরিবারের প্রতি সম্মান। ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলী প্রথমবার তিনি একটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। গানের শিরোনাম ‘ময়না’। এতে বুবলীর সঙ্গে জুটি বেঁধেছেন নাটকের অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন। ভিডিওটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। গানটিতে কণ্ঠ দিয়েছেন কোনাল ও নিলয়। এটি ২৪ জুলাই গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু বিমান বিধ্বস্তের ঘটনায় মুক্তি পেছানো হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে, গানটি মুক্তির নতুন তারিখ পরে জানিয়ে দেওয়া হবে। এদিকে এটিই বুবলীর ক্যারিয়ারে প্রথম মিউজিক ভিডিওর কাজ। স্বভাবতই এটি নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন অভিনেত্রী। তবে প্রকাশ পিছিয়ে যাওয়াতে একটুও মন খারাপ হয়নি তার। এ প্রসঙ্গে বুবলী বলেন, ‘মিউজিক ভিডিওটির মুক্তির জন্য শুরু থেকেই অপেক্ষা করছিলাম। কিন্তু এখন এমন পরিস্থিতিতে আমরা রয়েছি, এ মুহূর্তটি আসলে গান দেখা বা শোনার সময় নয়। প্রযোজনা প্রতিষ্ঠানের এমন সিদ্ধান্তে আমিও তাদের ধন্যবাদ জানাই। দিন শেষে আমরা তো মানুষের জন্যই কাজ করি।’ একই সঙ্গে তিনি মাইলস্টোন ট্র্যাজেডিতে যারা মারা গেছেন এবং আহত হয়েছে সেসব শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এদিকে এমন ঘটনার পর থেকেই মর্মাহত সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। তিনি সিদ্ধান্ত নিয়েছেন পুরো জুলাই মাসেই আর কোনো গান প্রকাশ করবেন না। ইমরান বলেন, ‘আমার নতুন একটি গান প্রকাশের কথা ছিল। শিরোনাম ‘পারবো না তোমাকে ছাড়তে’। এটি চলতি মাসে আর প্রকাশ করব না। শুধু এটি নয়, এ মাসে কোনো গানই আর আমি দেব না। আগস্টে নতুন গান আসবে। সময়টা ভালো যাচ্ছে না। মানসিকভাবেও খুব ভেঙে পড়ছি। আকাশ দিয়ে বিমানের শব্দ শুনলেই ভয় লাগছে।’ এদিকে ২৪ জুলাই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির কথা ছিল ‘এশা মার্ডার : কর্মফল’ নামে একটি সিনেমার। আজমেরী হক বাঁধন অভিনীত এ সিনেমাটি গত কুরবানি ঈদেই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। ওটিটিতে মুক্তি নিয়ে এর আগে বাঁধন বলেন, ‘সিনেমাটি সাধারণ দর্শকের কাছে পৌঁছানো দরকার। এমন নারী প্রধান গল্পের সিনেমা বেশি বেশি নির্মাণ করাও প্রয়োজন।’ ওটিটির মুক্তি নিয়ে তিনি বেশ আশাবাদীও ছিলেন। কিন্তু এক সপ্তাহের বেশি সময় ধরে প্রচার করে এলেও, মুক্তির একদিন আগে ওটিটি প্ল্যাটফর্মটি জানায়, সিনেমাটির প্রকাশ স্থগিত করা হয়েছে। নতুন তারিখ যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। সিনেমাটি বানিয়েছেন সানী সানোয়ার। গল্পে দেখা যায়, একই জেলায় খুন-ধর্ষণের শিকার হয় তিন মেয়ে। তদন্তে নামে পুলিশ কর্মকর্তা লিনা। এই চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। আরও রয়েছেন ফারুক আহমেদ, মিশা সওদাগর, শরীফ সিরাজ, পূজা ক্রুজ প্রমুখ। এদিকে দেশের এমন মর্মান্তিক ঘটনায় গণমানুষের আবেগকে গুরুত্ব দিয়ে পরিচালক-প্রযোজকদের প্রতি নিজের অভিনীত নাটক মুক্তি না দেওয়ার অনুরোধ করেছেন অভিনেতা আরশ খান। বিমান বিধ্বস্তের ঘটনার দিনই সামাজিক মাধ্যমে অভিনেতা লেখেন, ‘সাধারণ জনগণের মানসিক অবস্থা এ মুহূর্তে ঠিক নেই। চোখ বন্ধ করলে বাচ্চাগুলোর আর্তনাদ ভাসে। এমন অবস্থায় আগামী চলতি মাসের বাকি যে কয়দিন আছে, এসময়ে আমার সব নাটক রিলিজ থেকে বিরত রাখার জন্য অনুরোধ করছি।’ আরশ খান বলেন, ‘আমি সবসময় মানুষের কথা বলি। এজন্য আমাকে সবাই বিরোধীদল ভাবে। কিন্তু যে ঘটনাটি ঘটেছে এটি খুবই হৃদয়বিদারক। এমন ঘটনার পর মানুষ আসলে নাটক দেখার মতো পরিস্থিতিতে নেই। একজন মানুষ হিসাবে মনে হয়েছে এ মুহূর্তে নাটক-সিনেমা নয়, দোয়া করাটা বেশি প্রয়োজন।’ এমন ঘটনায় আরও একাধিক প্রজেক্টের মুক্তি পেছানো হয়েছে। ২৪ জুলাই মুক্তির কথা ছিল ‘অনুতপ্ত’ নামে একটি নাটকের। দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে তা স্থগিত করা হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠানটি জানায়, ‘নাটকটি ২৪ জুলাইয়ের পরিবর্তে ২৭ জুলাই মুক্তি পাবে। আমরা সবাই নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’ কে এম সোহাগ রানার পরিচালিত নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন পার্থ শেখ ও মালাইকা চৌধুরী। এছাড়া একই সময় ‘দেনা পাওনা’ নামে একটি ধারাবাহিক নাটকের নতুন পর্বের প্রচারও স্থগিত করা হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেনা পাওনা সিরিজের ৫৯তম ও ৬০তম পর্ব এ সপ্তাহে সম্প্রচার বন্ধ থাকবে। পরবর্তী সপ্তাহ অর্থাৎ ২৯ জুলাই থেকে যথারীতি সম্প্রচার চলবে।’ পারিবারিক গল্পের ধারাবাহিকটি পরিচালনা করছেন কে এম সোহাগ রানা। অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, মনিরা মিঠু, এজাজুল ইসলাম, শিল্পী সরকার অপু, সুষমা সরকারসহ অনেকে।
Leaving absnews Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

মোস্ট পপুলার

সাবস্ক্রাইব টু নিউজলেটার

আমার এলাকার খবর

Weather Outlook

Clear

Dhaka, Bangladesh

Wind: 11.9 kmph · Precip: 0 mm · Pressure: 1015 mb

20.2°C

Wed

21.9°C

Thu

21.7°C

Fri

22°C

বিনোদন নিয়ে আরও পড়ুন